ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 108:5-10 Kitabul Mukkadas (MBCL)

5. হে আল্লাহ্‌, তোমার মহিমা আসমান ছাপিয়ে উঠুক;তোমার গৌরব সমস্ত দুনিয়ার উপরে দেখা দিক।

6. তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;আমার ডাকে সাড়া দাও,যেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।

7. আল্লাহ্‌ তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।

8. গিলিয়দ আমার, মানশাও আমার;আফরাহীম যেন আমার মাথার লোহার টুপী,আর এহুদা আমার রাজদণ্ড।

9. মোয়াব আমার পা ধোয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব,আর ফিলিস্তীনের উপরে জয়ের হাঁক দেব।”

10. কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 108