ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 107:1-2-16 Kitabul Mukkadas (MBCL)

1-2. মাবুদের মুক্ত করা বান্দারা এই কথা বলুক,“তোমরা মাবুদকে শুকরিয়া জানাও, কারণ তিনি মেহেরবান;তাঁর অটল মহব্বত চিরকাল স্থায়ী।”তারা এই কথা বলুক, কারণ তিনি বিপক্ষের হাত থেকেতাদের ছাড়িয়ে এনেছেন;

3. তিনি অন্যান্য দেশ থেকে তাদের এক জায়গায় নিয়ে এসেছেন,নিয়ে এসেছেন পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ থেকে।

4. তারা মরুভূমির নির্জন জায়গায় ঘুরে বেড়ালো;বাস করার মত কোন শহর তারা খুঁজে পেল না।

5. তারা খিদে ও পিপাসায় কষ্ট পেল,তাদের প্রাণ শ্রান্ত-ক্লান্ত হল।

6. বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল,এতে কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করলেন।

7. তিনি সোজা পথ দিয়ে তাদের নিয়ে গেলেনযেন তারা কোন শহরে গিয়ে বাস করতে পারে।

8. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

9. যাদের অন্তরে পিপাসা আছে তিনি তাদের পিপাসা মেটান,আর যাদের অন্তরে খিদে আছে ভাল ভাল জিনিস দিয়েতিনি তাদের তৃপ্ত করেন।

10. তারা অন্ধকারে, ঘন অন্ধকারের মধ্যে বসে ছিল,সেই বন্দীরা দুঃখে ও লোহার শিকলে কষ্ট পাচ্ছিল;

11. কারণ তারা আল্লাহ্‌র কালামের বিরুদ্ধে বিদ্রোহ করত,আল্লাহ্‌তা’লার পরামর্শ তারা তুচ্ছ করত।

12. তাই তিনি কঠিন পরিশ্রম দিয়ে তাদের অহংকার ভেংগে দিলেন;তারা উচোট খেল, সাহায্যকারী কেউ ছিল না।

13. বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।

14. অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন;তিনি তাদের শিকল ভেংগে দিলেন।

15. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

16. তিনি ব্রোঞ্জের দরজা ভেংগে ফেলেছেনআর লোহার আগল কেটে ফেলেছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 107