ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 107:14-28 Kitabul Mukkadas (MBCL)

14. অন্ধকার, ঘন অন্ধকার থেকে তিনি তাদের বের করে আনলেন;তিনি তাদের শিকল ভেংগে দিলেন।

15. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

16. তিনি ব্রোঞ্জের দরজা ভেংগে ফেলেছেনআর লোহার আগল কেটে ফেলেছেন।

17. যাদের মন অসাড় তারা তাদের বিদ্রোহের জন্যআর অন্যায়ের জন্য কষ্ট পেল।

18. তারা সমস্ত খাবার ঘৃণা করলআর মৃত্যুর দুয়ারের কাছে উপস্থিত হল।

19. বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল,এতে কষ্ট থেকে তিনি তাদের রক্ষা করলেন।

20. তাঁর কালাম পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন;তিনি কবর থেকে তাদের উদ্ধার করলেন।

21. মানুষের প্রতি মাবুদের কুদরতি কাজের জন্যআর তাঁর অটল মহব্বতের জন্য তারা তাঁর শুকরিয়া আদায় করুক।

22. তারা কৃতজ্ঞতা-কোরবানী দিক,আনন্দ-কাওয়ালীর মধ্য দিয়ে তাঁর সব কাজের কথা বলুক।

23. যারা জাহাজে করে সাগরে যায়আর মহাসমুদ্রের মধ্যে ব্যবসা করে,

24. তারাই মাবুদের কাজ দেখেছে,গভীর পানিতে দেখেছে তাঁর অলৌকিক চিহ্ন।

25. একবার তাঁর কথায় ভীষণ ঝড় হল,তাতে বড় বড় ঢেউ উঠল।

26. ফলে নাবিকেরা উঠল আসমান পর্যন্ত আর নামল পানির তলায়;বিপদে পড়ে ভয়ে তাদের প্রাণ উড়ে গেল।

27. মাতালের মত তারা হেলেদুলে ঢলে পড়ল;তারা বুদ্ধিহারা হয়ে গেল।

28. বিপদে পড়ে তারা মাবুদের কাছে ফরিয়াদ জানাল,এতে কষ্ট থেকে তিনি তাদের বের করে আনলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 107