ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 106:24-41 Kitabul Mukkadas (MBCL)

24. পরে তারা সেই সুন্দর দেশটাকে তুচ্ছ করল;তারা মাবুদের কথায় বিশ্বাস করল না।

25. তাদের তাম্বুর মধ্যে তারা বকবক করতে লাগল;মাবুদের কথায় তারা কান দিল না।

26. তাই তিনি তাদের সম্বন্ধে এই কসম খেলেন-তিনি মরুভূমিতেই তাদের শেষ করে দেবেন,

27. তাদের বংশধরদের বিভিন্ন জাতির মধ্যে মৃত্যু ঘটাবেন,আর বিভিন্ন দেশে তাদের ছড়িয়ে দেবেন।

28. তারা পিয়োর পাহাড়ের বাল দেবতার পূজায় যোগ দিলআর মৃত লোকদের উদ্দেশে কোরবানীর গোশ্‌ত খেল।

29. এই সব খারাপ কাজ দিয়ে তারা মাবুদের রাগ জাগিয়ে তুলল,তাই তাদের মধ্যে মহামারী লাগল।

30. তখন ইমাম পীনহস্‌ উঠে এর উপযুক্ত শাস্তি দিলেন,আর মহামারী থেমে গেল।

31. পীনহসের এই কাজের ফলে তাঁকে চিরকালের জন্যধার্মিক বলে ধরা হল।

32. মরীবার পানির ধারে তারা মাবুদের রাগ জাগিয়ে তুলল;তাদের জন্যই মূসা বিপদে পড়লেন।

33. তারা আল্লাহ্‌র রূহের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল,তাতে মূসার মুখ থেকে এমন সব কথা বেরিয়ে এসেছিলযা বলা তাঁর উচিত ছিল না।

34. আল্লাহ্‌র হুকুমের অবাধ্য হয়েতারা অন্যান্য জাতিদের ধ্বংস করল না,

35. বরং সেই সব জাতির সংগে তারা নিজেদের মিশিয়ে দিলআর তাদের আচার-ব্যবহার গ্রহণ করল।

36. তাদের মূর্তিগুলোকে তারা পূজা করলআর সেগুলোই তাদের ফাঁদ হল।

37. এমন কি, ভূতদের উদ্দেশেতাদের ছেলে ও মেয়েদের তারা বলি দিল।

38. তারা নির্দোষীদের, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের রক্তপাত করল।তারা কেনানের মূর্তিগুলোর উদ্দেশে তাদের বলি দিল,তাতে গোটা দেশটা সেই রক্তে নাপাক হল।

39. এ সব করে তারা নিজেদের নাপাক করল;তাদের কাজ দিয়ে তারা মাবুদের প্রতি বেঈমানী করল।

40. সেজন্যই মাবুদের রাগ তাঁর বান্দাদের উপর জ্বলে উঠল;যারা তাঁরই সম্পত্তি তাদের প্রতি তাঁর ঘৃণা জাগল।

41. তিনি অন্যান্য জাতিদের হাতে তাদের তুলে দিলেন;তাদের ঘৃণাকারীরা তাদের শাসন করতে লাগল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 106