ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 106:1-19 Kitabul Mukkadas (MBCL)

1. আলহামদুলিল্লাহ্‌!তোমরা মাবুদের শুকরিয়া আদায় কর, কারণ তিনি মেহেরবান;তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।

2. মাবুদের মহৎ কাজের বর্ণনা কে করতে পারে?তাঁর প্রশংসার পূর্ণ প্রকাশ করে এমন সাধ্য কার?

3. ধন্য তারা, যারা চালচলনে ন্যায়ের মান রাখেআর সব সময় ন্যায় কাজ করে।

4. হে মাবুদ, তোমার বান্দাদের প্রতি রহমত দেখাবার সময়আমাকে ভুলে যেয়ো না;তাদের উদ্ধার করার সময় আমার দিকেও হাত বাড়িয়ে দিয়ো।

5. এতে যেন আমি তোমার বাছাই করা বান্দাদের উন্নতি দেখতে পাই,তোমার জাতির আনন্দে আনন্দিত হতে পারি,আর যারা তোমার সম্পত্তিতার অংশ হিসাবে গর্ব করতে পারি।

6. আমাদের পূর্বপুরুষদের মত আমরাও গুনাহ্‌ করেছি;আমরা অন্যায় করেছি, খারাপভাবে চলেছি।

7. মিসরে থাকার সময়ে আমাদের পূর্বপুরুষেরাতোমার অলৌকিক চিহ্ন দেখে কিছুই বোঝে নি;তারা তোমার সীমাহীন অটল মহব্বতের কথাও মনে রাখে নি;তারা সাগরের ধারে, লোহিত সাগরের ধারে বিদ্রোহ করেছিল।

8. তবুও তিনি তাঁর সুনাম রক্ষার জন্য,তাঁর মহাশক্তি প্রকাশের জন্য তাদের উদ্ধার করেছিলেন।

9. তাঁর হুকুমে লোহিত সাগর শুকিয়ে গেল;তিনি মরুভূমির মধ্য দিয়ে যাওয়ার মত করেগভীর সাগরের মধ্য দিয়ে তাদের নিয়ে গেলেন।

10. তিনি ঘৃণাকারীদের হাত থেকে তাদের রক্ষা করলেন;শত্রুদের হাত থেকে তাদের মুক্ত করলেন।

11. তাদের শত্রুরা পানিতে ঢাকা পড়ল, একজনও বেঁচে রইল না।

12. তখন মাবুদের কথায় তারা বিশ্বাস করলআর তাঁর প্রশংসা-কাওয়ালী গাইল।

13. কিন্তু তাঁর কাজের কথা ভুলে যেতে তাদের দেরি হল না;তারা তাঁর পরামর্শের অপেক্ষায় রইল না।

14. মরুভূমিতে তারা লোভ করে আল্লাহ্‌কে পরীক্ষা করল।

15. তারা যা চেয়েছিল তিনি তা-ই তাদের দিলেন,কিন্তু তাদের উপর পাঠিয়ে দিলেন এক ক্ষয় করা রোগ।

16. তাম্বুতে জীবন কাটাবার সময় মূসাকে দেখে,আর মাবুদের উদ্দেশ্যে পাক-পবিত্র করা সেই হারুনকে দেখেতাদের হিংসা হল।

17. দুনিয়া মুখ খুলে দাথনকে গিলে ফেললআর অবীরামের দলকে ঢেকে ফেলল।

18. তাদের দলের মধ্যে আগুন জ্বলে উঠল;আগুনের শিখা দুষ্ট লোকদের পুড়িয়ে ফেলল।

19. তুর পাহাড়ের সামনে তারা একটা বাছুর তৈরী করলআর ছাঁচে ঢালা মূর্তির পূজা করল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 106