ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 105:33-41 Kitabul Mukkadas (MBCL)

33. তাদের আংগুর লতা আর ডুমুর গাছে তিনি আঘাত করলেনআর দেশের সব গাছপালা ভেংগে দিলেন।

34. তাঁর কথায় পংগপাল আর অসংখ্য ফড়িং আসল;

35. সেগুলো দেশের গাছ-গাছড়া আর জমির ফসল খেয়ে ফেলল।

36. তারপর তিনি মিসরীয়দের যৌবনের শক্তির প্রথম ফল,অর্থাৎ দেশের সব প্রথম সন্তানকে আঘাত করলেন।

37. তিনি সোনা-রূপা সহ বনি-ইসরাইলদের বের করে আনলেন;তাদের গোষ্ঠীগুলোর মধ্যে কেউ ক্লান্ত হয়ে পড়ে নি।

38. তাদের চলে যাওয়া দেখে মিসরীয়রা খুশী হয়েছিল,কারণ তারা বনি-ইসরাইলদের ভীষণ ভয় করত।

39. তাদের আড়াল করার জন্য তিনি তাঁর সেই মেঘটি মেলে দিলেন,আর রাতে আলো দেবার জন্য দিলেন আগুন।

40. তারা খাবার চেয়েছিল বলে তিনি তাদের ভারুই পাখী এনে দিলেন;বেহেশত থেকে রুটি দিয়ে তাদের তৃপ্ত করলেন।

41. তিনি পাথর খুলে দিলেন, তাতে পানি বেরিয়ে আসল;শুকনা জায়গার মধ্য দিয়ে তা নদীর মত বয়ে গেল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 105