ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 105:12-23 Kitabul Mukkadas (MBCL)

12. তাদের সংখ্যা যখন কম ছিল, খুবই কম ছিল,আর তারা সেখানে বিদেশী ছিল,

13. তারা যখন সেখানে বিভিন্ন জাতির মধ্যেআর বিভিন্ন রাজ্যের মধ্যে ঘুরে বেড়াত,

14. তখন তিনি কাউকে তাদের জুলুম করতে দিতেন না।তাদের জন্য তিনি বাদশাহ্‌দের ধম্‌কে দিতেন,

15. বলতেন, “আমার অভিষিক্ত বান্দাদের ছোঁবে না;আমার নবীদের কোন ক্ষতি করবে না।”

16. তারপর তিনি তাদের দেশে দুর্ভিক্ষ ডেকে আনলেনআর তাদের খাবারের অভাব ঘটালেন;

17. তখন তিনি একজন লোককে তাদের আগে পাঠিয়ে দিলেন-ইউসুফকে পাঠিয়ে দিলেন; গোলাম হিসাবে তাঁকে বিক্রি করা হল।

18. বেড়ীর শিকলে তাঁর পা কষ্ট পেল,লোহার শিকলে তিনি বাঁধা পড়লেন।

19. তিনি যা বলেছিলেন যতদিন না তা সত্যি হয়ে দেখা দিল,ততদিন তাঁর সম্বন্ধে মাবুদের ওয়াদা পুরণের ব্যাপারেতাঁর পরীক্ষা চলছিল।

20. বাদশাহ্‌র হুকুমে তাঁর শিকল খুলে দেওয়া হল;সেই শাসনকর্তা তাঁকে ছেড়ে দিলেন।

21. তিনি তাঁকে তাঁর রাজবাড়ীর ও তাঁর সমস্ত সম্পত্তির কর্তা করলেন,

22. যাতে তাঁর ইচ্ছা অনুসারে তিনি রাজকর্মচারীদের শাসনে রাখেনআর বৃদ্ধ নেতাদের পরামর্শ দেন।

23. তারপর ইসরাইল মিসরে গেলেন;হাম-বংশীয়দের দেশে ইয়াকুব কিছুকাল বাস করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 105