ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 104:23-30 Kitabul Mukkadas (MBCL)

23. তখন মানুষ তার কাজে বের হয়,সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে।

24. হে মাবুদ, তুমি অনেক কিছু সৃষ্টি করেছ;তোমার জ্ঞান দিয়ে সেই সব তৈরী করেছ;তোমার সৃষ্ট জিনিসে দুনিয়া ভরা।

25. ঐ যে বিরাট, বিশাল সমুদ্র-তা চলে বেড়ানো ছোট-বড় অসংখ্য প্রাণীতে ভরা আছে।

26. তার মধ্যে ঐ চলছে জাহাজ, সেখানে লিবিয়াথনও আছে;তাকে তুমি সাগরে খেলা করার জন্য সৃষ্টি করেছ।

27. তারা সব তোমার মুখের দিকে চেয়ে আছে,যাতে ঠিক সময়ে তুমি তাদের খাবার দাও।

28. তুমি তাদের দিলে তারা তুলে নেয়;তুমি হাত খুললে তারা ভাল ভাল জিনিস পেয়ে তৃপ্ত হয়।

29. তুমি মুখ লুকালে তারা ভয় পায়;তুমি তাদের জীবন্তবায়ু নিয়ে গেলে তারা মরে যায়,আবার তারা ধুলা হয়ে যায়।

30. তোমার রূহ্‌ পাঠালে তাদের সৃষ্টি হয়;তুমি নতুন নতুন প্রাণ দিয়ে দুনিয়াকে সাজাও।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 104