ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 103:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর;হে আমার অন্তর, তাঁর পবিত্রতার প্রশংসা কর।

2. হে আমার প্রাণ, মাবুদের প্রশংসা কর;তাঁর কোন উপকারের কথা ভুলে যেয়ো না।

3. তোমার সমস্ত গুনাহ্‌ তিনি মাফ করেন;তিনি তোমার সমস্ত রোগ ভাল করেন।

4. তিনি কবর থেকে তোমার জীবন মুক্ত করেন;তিনি তোমাকে অটল মহব্বত ও মমতায় ঘিরে রাখেন।

5. যা উপকার আনে তেমন সব জিনিস দিয়েতিনি তোমাকে তৃপ্ত করেন;তিনি ঈগল পাখীর মত তোমাকে নতুন যৌবন দেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 103