ওল্ড টেস্টামেন্ট

নববিধান

জবুর 10:4-17 Kitabul Mukkadas (MBCL)

4. দুষ্ট লোক অহংকারের দরুন মাবুদকে অগ্রাহ্য করে;তার কুমতলবের পিছনে এই চিন্তা রয়েছে-আল্লাহ্‌ বলে কেউ নেই।

5. সব সময় সে সফলতার পথে এগিয়ে যায়;তার চোখ তোমার শাসন ব্যবস্থার নাগাল পায় না,কারণ তা অনেক উপরে;তার সব শত্রুদের সে তুচ্ছ করে।

6. সে মনে মনে বলে,“এমন কিছু নেই যা আমাকে নাড়াতে পারে;আমার বিপদ কোন কালেই হবে না।”

7. তার মুখ বদদোয়া, ঠকামি আর জুলুমের কথায় ভরা;তার জিভে রয়েছে অন্যায় আর খারাপীর কথা।

8. গ্রামের কাছে গোপনে সে ওৎ পেতে বসে থাকে;গোপন জায়গাতে সে নির্দোষীকে খুন করেআর অসহায়ের উপর গোপনে লক্ষ্য রাখে।

9. সে আড়ালে থেকে সিংহের মত করে ওৎ পাতে;দুঃখীকে ধরবার জন্যই সে তা করে,জালে ফেলে সে তাকে ধরে।

10. তারপর সে তাদের পিষে ফেলে;সেই হতভাগারা পড়ে তার থাবার নীচে।

11. সে মনে মনে বলে, “এদিকে আল্লাহ্‌র খেয়াল নেই;তিনি মুখ ফিরিয়ে আছেন, কখনও দেখবেন না।”

12. হে মাবুদ, ওঠো;হে আল্লাহ্‌, তোমার হাত বাড়িয়ে দাও,দুঃখীদের ভুলে যেয়ো না।

13. দুষ্ট লোক কেন আল্লাহ্‌কে তুচ্ছ বলে মনে করে?সে কেন মনে মনে বলে,“তিনি আমার কাছে কোন হিসাব চাইবেন না”?

14. কিন্তু হে আল্লাহ্‌, দুঃখ-কষ্ট তোমার চোখ এড়িয়ে যায় না;তুমি নিজের হাতেই এর ব্যবস্থা কর।অসহায় তো তোমারই হাতে নিজেকে তুলে দেয়;এতিমকে তুমিই সাহায্য করে থাক।

15. দুষ্ট এবং খারাপ লোকের ক্ষমতা তুমি শেষ করে দিয়ো;তার সমস্ত অন্যায়ের হিসাব তুমি চেয়ে নিয়ো।

16. মাবুদই চিরকালের বাদশাহ্‌;তাঁর দেশ থেকে অন্য জাতিরা ধ্বংস হয়ে যাবে।

17. হে মাবুদ, নম্রদের অন্তরের ইচ্ছার কথা তুমি শুনছ;তুমি তাদের সাহস দিচ্ছ, তাদের ফরিয়াদ তুমি শুনছ।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন জবুর 10