ওল্ড টেস্টামেন্ট

নববিধান

কাজীগণ 18:29-31 Kitabul Mukkadas (MBCL)

29. শহরটার আগের নাম লয়ীশ হলেও তারা তাদের পূর্বপুরুষের নাম অনুসারে তার নাম রাখল দান। দান ছিলেন ইয়াকুবের ছেলে।

30. দান-গোষ্ঠীর লোকেরা সেখানে নিজেদের জন্য সেই খোদাই করা প্রতিমাটা স্থাপন করল। দেশের লোকেরা বন্দীদশায় না যাওয়া পর্যন্ত দান-গোষ্ঠীর লোকদের জন্য যোনাথন ও তার বংশধরেরা ইমামের কাজ করত। যোনাথন ছিল গের্শোম বংশের আর গের্শোম ছিল মূসার ছেলে।

31. শীলোতে যতকাল আল্লাহ্‌র ঘরটা রইল ততকাল পর্যন্ত দান-গোষ্ঠীর লোকেরা মিকাহ্‌র তৈরী সেই খোদাই করা প্রতিমাটা নিজেদের জন্য রেখে দিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন কাজীগণ 18