ওল্ড টেস্টামেন্ট

নববিধান

উযায়ের 2:32-41 Kitabul Mukkadas (MBCL)

32. হারীমের লোক তিনশো বিশ জন;

33. লোদ, হাদীদ এবং ওনোর লোক সাতশো পঁচিশ জন;

34. জেরিকোর লোক তিনশো পঁয়তাল্লিশ জন;

35. সনায়ার লোক তিন হাজার ছ’শো ত্রিশ জন।

36. ইমামদের সংখ্যা এই: যিদয়িয়ের বংশের ইউসার বংশের লোকেরা ন’শো তিয়াত্তর জন;

37. ইম্মেরের এক হাজার বাহান্ন জন;

38. পশ্‌হূরের এক হাজার দু’শো সাতচল্লিশ জন;

39. হারীমের এক হাজার সতেরো জন।

40. লেবীয়দের সংখ্যা এই: ইউসা ও কদ্‌মীয়েলের বংশের হোদবিয়ের বংশের লোকেরা চুয়াত্তর জন।

41. কাওয়ালদের সংখ্যা এই: আসফের বংশের একশো আটাশ জন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 2