ওল্ড টেস্টামেন্ট

নববিধান

উযায়ের 2:1-10-12 Kitabul Mukkadas (MBCL)

1. ব্যাবিলনের বাদশাহ্‌ বখতে-নাসার যে সব লোকদের বন্দী করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই বন্দী অবস্থা থেকে জেরুজালেম ও এহুদায় নিজের নিজের শহর ও গ্রামে ফিরে এসেছিল।

2. এই লোকেরা সরুব্বাবিল, ইউসা, নহিমিয়া, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিসপর, বিগ্‌বয়, রহূম ও বানার সংগে ফিরে এসেছিল।যে সমস্ত ইসরাইলীয় পুরুষ লোকেরা ফিরে এসেছিল তাদের সংখ্যা এই:

3. পরোশের বংশের লোকেরা দু’হাজার একশো বাহাত্তর জন;

4. শফটিয়ের তিনশো বাহাত্তর জন;

5. আরহের সাতশো পঁচাত্তর জন;

6. পহৎ-মোয়াবের বংশের ইউসা ও যোয়াবের বংশের লোকেরা দু’হাজার আটশো বারো জন;

7. ইলামের এক হাজার দু’শো চুয়ান্ন জন;

8. সত্তূর ন’শো পঁয়তাল্লিশ জন;

9. সক্কয়ের সাতশো ষাট জন;

10-12. বানির ছ’শো বিয়াল্লিশ জন; বেবয়ের ছ’শো তেইশ জন; অস্‌গদের এক হাজার দু’শো বাইশ জন;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 2