ওল্ড টেস্টামেন্ট

নববিধান

উযায়ের 10:20-41-43 Kitabul Mukkadas (MBCL)

20. ইম্মেরের বংশধরদের মধ্যে হনানি ও সবদিয়।

21. হারীমের বংশধরদের মধ্যে মাসেয়, ইলিয়াস, শময়িয়, যিহীয়েল ও উষিয়।

22. পশহূরের বংশধরদের মধ্যে ইলীয়ৈনয়, মাসেয়, ইসমাইল, নথনেল, যোষাবদ ও ইলাসাহ্‌।

23. লেবীয়দের মধ্যে যোষাবদ, শিমিয়ি, কলায়, অর্থাৎ কলীট, পথাহিয়, এহুদা ও ইলিয়েষর।

24. কাওয়ালদের মধ্যে ইলীয়াশীব।রক্ষীদের মধ্যে শল্লুম, টেলম ও ঊরি।

25. অন্যান্য বনি-ইসরাইলদের মধ্যে-পরিয়োশের বংশধরদের মধ্যে রমিয়া, যিষিয়, মল্কিয়, মিয়ামীন, ইলিয়াসর, মল্কিয় ও বনায়।

26. ইলামের বংশধরদের মধ্যে মত্তনিয়, জাকারিয়া, যিহীয়েল, অব্দি, যিরেমোৎ ও ইলিয়াস।

27. সত্তূর বংশধরদের মধ্যে ইলিয়ৈনয়, ইলিয়াশীব, মত্তনিয়, যিরেমোৎ, সাবদ ও অসীসা।

28. বেবয়ের বংশধরদের মধ্যে যিহোহানন, হনানিয়, সব্বয় ও অৎলয়।

29. বানির বংশধরদের মধ্যে মশুল্লম, মল্লূক, অদায়া, যাশূব, শাল ও যিরমোৎ।

30. পহৎ-মোয়াবের বংশধরদের মধ্যে অদ্‌ন, কলাল, বনায়, মাসেয়, মত্তনিয়, বৎসলেল, বিনুয়ী ও মানশা।

31. হারীমের বংশধরদের মধ্যে ইলিয়েষর, যিশিয়, মল্কিয়, শময়িয়, শিমিয়োন,

32. বিন্‌ইয়ামীন, মল্লূক ও শমরিয়।

33. হশূমের বংশধরদের মধ্যে মত্তনয়, মত্তত্ত, সাবদ, ইলীফেলট, যিরেময়, মানশা ও শিমিয়ি।

34. বানির বংশধরদের মধ্যে মাদয়, ইমরান, ঊয়েল,

35-37. বনায়, বেদিয়া, কলূহূ, বনিয়, মরেমোৎ, ইলিয়াশীব, মত্তনিয়, মত্তনয়, যাসয়,

38-40. বানি, বিনুয়ী, শিমিয়ি, শেলিমিয়া, নাথন, অদায়া, মকদ্‌বয়, শাশয়, শারয়,

41-43. অসরেল, শেলিমিয়া, শমরিয়, শল্লুম, অমরিয় ও ইউসুফ।নবোর বংশধরদের মধ্যে: যিয়ীয়েল, মত্তিথিয়, সাবদ, সবীনঃ, যাদয়, যোয়েল ও বনায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন উযায়ের 10