ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়ারমিয়া 32:25-29 Kitabul Mukkadas (MBCL)

25. কিন্তু হে আল্লাহ্‌ মালিক, যদিও শহরটা ব্যাবিলনীয়দের হাতে যাবে তবুও তুমি আমাকে বলেছিলে যে, আমি যেন রূপা দিয়ে জমিটা কিনি এবং সেই কাজের সাক্ষী রাখি।’ ”

26. পরে মাবুদের এই কালাম ইয়ারমিয়ার উপর নাজেল হল,

27. “আমি মাবুদ, সমস্ত মানুষের আল্লাহ্‌। কোন কিছু করা কি আমার পক্ষে অসম্ভব?

28. কাজেই আমি এই শহরটা ব্যাবিলনীয়দের ও তাদের বাদশাহ্‌ বখতে-নাসারের হাতে তুলে দিতে যাচ্ছি। সে এটা দখল করবে।

29. যে ব্যাবিলনীয়রা শহরটা আক্রমণ করছে তারা শহরে ঢুকে তাতে আগুন লাগিয়ে দেবে। যে সব বাড়ী-ঘরের ছাদের উপরে লোকেরা বাল দেবতার উদ্দেশে ধূপ জ্বালিয়ে এবং অন্যান্য দেব-দেবীর উদ্দেশে ঢালন-কোরবানী করে আমাকে অসন্তুষ্ট করেছে তারা সেই সব বাড়ী-ঘর সুদ্ধ শহরটা পুড়িয়ে দেবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 32