ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়ারমিয়া 18:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. মাবুদ ইয়ারমিয়ার কাছে এই কথা প্রকাশ করলেন,

2. “তুমি কুমারের বাড়ীতে যাও, সেখানে আমি তোমার সংগে কথা বলব।”

3. সেইজন্য আমি কুমারের বাড়ীতে গেলাম এবং দেখলাম সে তার চাকে কাজ করছে।

4. আমি আরও দেখলাম সে মাটি দিয়ে যে পাত্রটা তৈরী করছিল তা তার হাতে নষ্ট হয়ে গেল; তখন সে তা নিয়ে তার ইচ্ছামত আর একটা পাত্র তৈরী করল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 18