ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইয়ারমিয়া 10:1-4 Kitabul Mukkadas (MBCL)

1. হে ইসরাইল জাতি, মাবুদ তোমাদের যে কথা বলছেন তা শোন।

2. মাবুদ বলছেন, “তোমরা ভিন্ন জাতিদের আচার-ব্যবহার শিখো না, কিংবা আসমানের নানা চিহ্ন দেখে ভেংগে পোড়ো না, যদিও ভিন্ন জাতিরাই সেগুলো দেখে ভেংগে পড়ে।

3. এর কারণ সেই লোকদের ধর্মীয় আচার-ব্যবহার অসার। তারা বন থেকে একটা গাছ কাটে এবং কারিগর বাটালি দিয়ে তার আকার দেয়।

4. তারা সোনা ও রূপা দিয়ে সেটা সাজায় এবং যাতে সেটা পড়ে না যায় সেইজন্য সেটাকে হাতুড়ি ও পেরেক দিয়ে শক্ত করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইয়ারমিয়া 10