ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 48:21-22 Kitabul Mukkadas (MBCL)

“সেই আলাদা করা জায়গাটার পূর্ব এবং পশ্চিম পাশের জায়গা থাকবে শাসনকর্তার জন্য। এই দু’টা জায়গার উত্তর-দক্ষিণের মাপ আলাদা করা জায়গার মত পঁচিশ হাজার মাপকাঠি হবে। এই দুই জায়গা দেশের পূর্ব ও পশ্চিম সীমানা পর্যন্ত যাবে। এইভাবে শাসনকর্তার জায়গার মাঝখানে থাকবে বায়তুল-মোকাদ্দস সুদ্ধ ইমামদের জায়গা, লেবীয়দের জায়গা এবং শহরের জায়গা। শাসনকর্তার এই জায়গাটা উত্তরে এহুদা ও দক্ষিণে বিন্‌ইয়ামীনের জায়গার সীমানার মাঝখানে থাকবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 48

প্রেক্ষাপটে ইহিস্কেল 48:21-22 দেখুন