ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 24:25-27 Kitabul Mukkadas (MBCL)

25. মাবুদ আমাকে আরও বললেন, “হে মানুষের সন্তান, যেদিন আমি তাদের সেই শক্তির অহংকার, তাদের আনন্দ ও গৌরব, তাদের চোখের সুখ, তাদের দিলের চাওয়া এবং তাদের ছেলেমেয়েদেরও নিয়ে নেব,

26. সেই দিন একজন পালিয়ে আসা লোক তোমাকে খবর দিতে আসবে।

27. সেই সময় তোমার মুখ খুলে যাবে; তুমি তার সংগে কথা বলবে, তোমার জিভ্‌ আর আট্‌কানো থাকবে না। এইভাবে তুমি তাদের কাছে একটা চিহ্ন হবে আর তারা জানবে যে, আমিই মাবুদ।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 24