ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 19:1-11 Kitabul Mukkadas (MBCL)

1. মাবুদ আমাকে বললেন, “তুমি ইসরাইলের শাসনকর্তাদের জন্য বিলাপ করে বল,

2. ‘সিংহদের মধ্যে তোমার মা ছিল সেরা সিংহী।সে যুব সিংহদের মধ্যে শুয়ে থাকত;তার বাচ্চাদের সে লালন-পালন করত।

3. তার একটা বাচ্চা বড় হয়েশক্তিশালী সিংহ হয়ে উঠল।সে পশু শিকার করতে শিখলআর মানুষ খেতে লাগল।

4. জাতিরা তার বিষয় শুনতে পেল;সে তাদের গর্তে ধরা পড়ল।তারা তার নাকে কড়া লাগিয়েমিসর দেশে নিয়ে গেল।

5. “ ‘সেই সিংহী দেখল তার আশা পূর্ণ হল না;সে যা চাইছিল তা হল না;তখন সে তার আর একটা বাচ্চা নিয়েতাকে শক্তিশালী করে তুলল।

6. সেই বাচ্চা সিংহদের মধ্যে ঘোরাঘুরি করেএকটা শক্তিশালী সিংহ হয়ে উঠল।সে পশু শিকার করতে শিখলআর মানুষ খেতে লাগল।

7. সে তাদের কেল্লাগুলো ভাঙ্গলআর শহর সব ধ্বংস করে ফেলল।তার গর্জনে দেশের সকলেই ভয় পেল।

8. তখন তার চারপাশের জাতিরা তার বিরুদ্ধে আসল।তারা তার জন্য তাদের জাল পাতল,আর সে তাদের গর্তে ধরা পড়ল।

9. নাকে কড়া লাগিয়ে তারা তাকে খাঁচায় রাখলআর ব্যাবিলনের বাদশাহ্‌র কাছে নিয়ে গেল।তারা তাকে কেল্লায় বন্ধ করে রাখল;ইসরাইলের পাহাড়ে পাহাড়ে তার গর্জন আর শোনা গেল না।

10. “ ‘তোমার মা পানির ধারে লাগানো একটা আংগুর গাছের মত;প্রচুর পানি পাবার দরুন তা ছিল ফল ও ডালপালায় ভরা।

11. তার ডালগুলো ছিল শক্ত,শাসনকর্তার রাজদণ্ড হওয়ার উপযুক্ত।সেই গাছটা উঁচু হয়ে যেন মেঘ ছুঁলো;সেইজন্য তার পাতা-ভরা ডালপালা সহজে নজরে পড়ল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 19