ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইহিস্কেল 13:21-23 Kitabul Mukkadas (MBCL)

21. তোমাদের মাথা ঢাকবার কাপড়গুলো আমি ছিঁড়ে ফেলে তোমাদের হাত থেকে আমার বান্দাদের উদ্ধার করব; তারা আর তোমাদের হাতে শিকারের মত ধরা পড়বে না। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।

22. যে সৎ লোকদের আমি দুঃখ দিই নি, মিথ্যা কথা বলে তোমরা তাদের হতাশ করেছ এবং দুষ্ট লোকদের তোমরা উৎসাহ দিয়েছ যাতে তারা প্রাণ বাঁচাবার জন্য কুপথ থেকে না ফেরে।

23. সেইজন্য তোমরা আর মিথ্যা দর্শন দেখবে না এবং গোণা-পড়াও করবে না। তোমাদের হাত থেকে আমি আমার বান্দাদের উদ্ধার করব। তখন তোমরা জানবে যে, আমিই মাবুদ।’ ”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইহিস্কেল 13