ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 5:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. আমি যাঁকে মহব্বত করি তাঁর উদ্দেশে আমি একটা কাওয়ালী গাইব,কাওয়ালী গাইব তাঁর আংগুর ক্ষেতের বিষয়ে।পাহাড়ের গায়ে একটা উর্বর জায়গায় ছিলআমার প্রিয়ের একটা আংগুর ক্ষেত।

2. তিনি জায়গাটা খুঁড়ে সব পাথর তুলে ফেললেনআর তাতে লাগালেন সব চেয়ে ভাল আংগুরের লতা।তার মধ্যে তিনি তৈরী করলেন একটা উঁচু পাহারা-ঘরআর আংগুর মাড়াইয়ের জন্য পাথর কেটে ঠিক করে নিলেন।তারপর তিনি সেখানে ভাল আংগুর ফলের জন্য অপেক্ষা করলেন,কিন্তু তাতে ধরল কেবল বুনো আংগুর।

3. “হে জেরুজালেমের বাসিন্দারা ও এহুদার লোকেরা,এখন তোমরাই বল, এ কি আমার, না আমারআংগুর ক্ষেতের দোষ?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 5