ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 40:3-20 Kitabul Mukkadas (MBCL)

3. একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে,“তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক কর;মরুভূমিতে আমাদের আল্লাহ্‌র জন্যএকটা রাস্তা সোজা কর।

4. প্রত্যেক উপত্যকা ভরা হবে,পাহাড়-পর্বত সমান করা হবে,পাহাড়ী জায়গা সমতল করা হবে,আর অসমান জমি সমান করা হবে।

5. তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে,আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে;মাবুদই এই সব কথা বলেছেন।”

6. একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।”আমি বললাম, “আমি কি ঘোষণা করব?”“সব মানুষই ঘাসের মত,ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য।

7. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়,কারণ মাবুদের নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়।সত্যিই মানুষ ঘাসের মত।

8. ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়,কিন্তু আমাদের আল্লাহ্‌র কালাম চিরকাল থাকে।”

9. হে সিয়োন, সুসংবাদ আনছ যে তুমি,তুমি উঁচু পাহাড়ে গিয়ে ওঠো।হে জেরুজালেম, সুসংবাদ আনছ যে তুমি,তুমি জোরে চিৎকার কর,চিৎকার কর, ভয় কোরো না;এহুদার শহরগুলোকে বল,“এই তো তোমাদের আল্লাহ্‌!”

10. দেখ, আল্লাহ্‌ মালিক শক্তির সংগে আসছেন,তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে।দেখ, পুরস্কার তাঁর সংগে আছে,তাঁর পাওনা তাঁর কাছেই আছে।

11. তিনি রাখালের মত করে তাঁর ভেড়ার পাল চরাবেন,ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেনআর কোলে করে তাদের বয়ে নিয়ে যাবেন;বাচ্চা আছে এমন ভেড়ীদের তিনিআস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন।

12. কে তার হাতের তালুতে দুনিয়ার সব পানি মেপেছেকিংবা তার বিঘত দিয়ে আসমানের সীমানা মেপেছে?কে দুনিয়ার ধুলা মাপের ঝুড়িতে ভরেছেকিংবা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে?

13. কে মাবুদের রূহ্‌কে মাপতে পেরেছেকিংবা তাঁর পরামর্শদাতা হিসাবে তাঁকে উপদেশ দিয়েছে?

14. বুদ্ধি পাবার জন্য মাবুদ কার পরামর্শ নিয়েছেন,আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে?কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছেকিংবা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?

15. দেখ, জাতিগুলো যেন কলসীর মধ্যে পানির একটা ফোঁটা;দাঁড়িপাল্লায় ধূলিকণার মতই তাদের মনে করা হয়।দূর দেশের লোকেরা তাঁর কাছে মিহি ধুলার মত ওজনহীন।

16. আগুন জ্বালাবার জন্য লেবাননের কাঠআর পোড়ানো-কোরবানীর জন্য লেবাননের পশু যথেষ্ট নয়।

17. সমস্ত জাতি তাঁর সামনে কিছুই নয়;সেগুলোকে তিনি কিছু বলে মনে করেন না;সেগুলো তাঁর কাছে অসার।

18. তবে কার সংগে তোমরা আল্লাহ্‌র তুলনা করবে?তুলনা করবে কিসের সংগে?

19. কারিগরেরা ছাঁচে ঢেলে মূর্তি বানায়;স্বর্ণকার তা সোনা দিয়ে মোড়েআর তার জন্য রূপার শিকল তৈরী করে।

20. গরীব লোক মূর্তি তৈরী করবার জন্যযে কাঠ পচবে না সেই কাঠই বেছে নেয়।যা টলবে না এমন মূর্তি তৈরীর জন্যসে একজন পাকা কারিগরের খোঁজ করে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 40