ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইশাইয়া 23:15-18 Kitabul Mukkadas (MBCL)

15. সেই সময় একজন বাদশাহ্‌র জীবনকাল, অর্থাৎ সত্তর বছরের জন্য টায়ারকে ভুলে থাকা হবে। কিন্তু সেই সত্তর বছরের শেষে বেশ্যার গানের মত টায়ারের অবস্থা এই রকম হবে:

16. হে ভুলে যাওয়া বেশ্যা,বীণা নিয়ে শহরে হেঁটে বেড়াও।সুন্দর করে বীণা বাজাও;অনেক গান কর যাতে তোমাকে আবার মনে করা যায়।

17. সত্তর বছর পার হয়ে গেলে পর মাবুদ টায়ারের দিকে মনোযোগ দেবেন। তখন সে তার ব্যবসার কাজে ফিরে গিয়ে দুনিয়ার সমস্ত রাজ্যের সংগে ব্যবসা চালাবে।

18. কিন্তু তার লাভ ও আয় মাবুদের উদ্দেশ্যে পবিত্র করা হবে; সেগুলো জমিয়ে রাখা বা মজুদ করা হবে না। যারা মাবুদের সামনে চলাফেরা করে তাদের প্রচুর খাবার ও সুন্দর কাপড়-চোপড়ের জন্য তার সেই লাভ খরচ করা হবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইশাইয়া 23