ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 19:41-51 Kitabul Mukkadas (MBCL)

41. তাদের সম্পত্তির মধ্যে পড়ল: সরা, ইষ্টায়োল, ঈর্‌-শেমশ,

42-44. শালবীন, অয়ালোন, যিৎলা, এলোন, তিম্না, ইক্রোণ, ইল্‌তকী, গিব্বথোন, বালৎ,

45. যিহূদ, বন্তেবরক, গাৎ-রিম্মোণ,

46. মেয়র্কোণ, রক্কোন এবং জাফার সামনের এলাকা।

47. দান-গোষ্ঠী তাদের ভাগের জায়গাটার সবটুকুর দখল নেয় নি বলে তাদের পক্ষে জায়গাটা ছোট হয়েছিল। সেইজন্য তারা লেশম শহরটা আক্রমণ করে সেখানকার লোকদের হারিয়ে দিল এবং সবাইকে হত্যা করে তা দখল করল। তারা লেশমে বাস করতে লাগল এবং তাদের পূর্বপুরুষের নাম অনুসারেই সেই জায়গাটার নাম রাখল “দান।”

48. এই সব শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম দান-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি হল।

49-50. দেশটা ভাগ করে দেওয়া শেষ হয়ে গেলে পর বনি-ইসরাইলরা মাবুদের হুকুম অনুসারে নূনের ছেলে ইউসাকে দেশের মধ্যে একটা সম্পত্তি দিল। তারা তাঁকে আফরাহীম-গোষ্ঠীর জায়গার মধ্যে পাহাড়ী এলাকার তিম্নৎ-সেরহ গ্রামটা দিল। তিনি ঐ গ্রামটাই চেয়েছিলেন। সেটা নতুনভাবে তৈরী করে নিয়ে ইউসা সেখানে বাস করতে লাগলেন।

51. ইমাম ইলিয়াসর, নূনের ছেলে ইউসা এবং বনি-ইসরাইলদের ভিন্ন ভিন্ন গোষ্ঠীর বংশ-কর্তারা শীলোতে মিলন-তাম্বুর দরজার কাছে মাবুদের সামনে গুলিবাঁট করে এই সব জায়গাগুলোই ঠিক করে দিয়েছিলেন। এইভাবেই তাঁরা দেশটা ভাগ করবার কাজ শেষ করলেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 19