ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 19:1-16 Kitabul Mukkadas (MBCL)

1. দ্বিতীয় বার গুলিবাঁট করলে পর শিমিয়োন-গোষ্ঠীর নাম উঠল এবং তার বিভিন্ন বংশের জায়গা ঠিক করে দেওয়া হল। তাদের সম্পত্তি এহুদা-গোষ্ঠীর জায়গার মধ্যে পড়ল।

2. শিমিয়োন-গোষ্ঠীর সম্পত্তির মধ্যে পড়ল বের্‌-শেবা, শেবা, মোলাদা,

3-5. হৎসর-শূয়াল, বালা, এৎসম, ইল্‌তোলদ, বথূল, হর্মা, সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা,

6. বৈৎ-লবায়োৎ ও শারূহন নামে তেরটা শহর ও সেগুলোর আশেপাশের সব গ্রাম।

7-8. এছাড়া ঐন্‌, রিম্মোন, এথর ও আশন নামে চারটা শহর ও সেগুলোর আশেপাশের সব গ্রাম এবং বালৎ-বের, অর্থাৎ নেগেভের রামা পর্যন্ত ঐ সব শহরের চারপাশের অন্যান্য সমস্ত গ্রামও তারা পেয়েছিল। এই হল শিমিয়োন-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি।

9. সেই সম্পত্তি এহুদা-গোষ্ঠীর ভাগ থেকে নেওয়া হয়েছিল, কারণ এহুদা-গোষ্ঠীর দরকারের চেয়েও বেশী জায়গা তাদের ভাগে পড়েছিল। সেইজন্যই এহুদা-গোষ্ঠীর জায়গার মধ্যে শিমিয়োন-গোষ্ঠী তাদের সম্পত্তি পেয়েছিল।

10. তৃতীয় বার গুলিবাঁট করলে পর সবূলূন-গোষ্ঠীর নাম উঠল এবং তার বিভিন্ন বংশের জায়গা ঠিক করে দেওয়া হল। তাদের জায়গার সীমানা ছিল সারীদ পর্যন্ত।

11. সেখান থেকে সীমারেখাটা পশ্চিম দিকে মারালা পর্যন্ত গিয়ে দব্বেশৎ হয়ে যকিয়ামের কাছের স্রোতে গিয়ে পড়ল।

12. সেই সীমারেখাটা সারীদ থেকে পূর্ব দিকে ঘুরে কিশ্‌লোৎ-তাবোর গ্রাম পর্যন্ত গেল এবং তারপর দাবরৎ হয়ে যাফিয়তে উঠে গেল।

13-14. তারপর সেই সীমারেখাটা পূর্ব দিকে গাৎ-হেফর এবং এৎ-কাৎসীন পর্যন্ত গেল। তারপর সেটা নেয়ের দিকে ঘুরে রিম্মোণে গেল এবং রিম্মোনের উত্তর দিকে ঘুরে হন্নাথোনে গেল এবং যিপ্তহেল-উপত্যকায় গিয়ে শেষ হল।

15. সবূলূন-গোষ্ঠীর জায়গার মধ্যে ছিল কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা ও বৈৎ-লেহম গ্রাম। তাদের ভাগে পড়েছিল বারোটা শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম।

16. এই সব শহর ও সেগুলোর আশেপাশের গ্রাম সবূলূন-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তি হল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 19