ওল্ড টেস্টামেন্ট

নববিধান

ইউসা 18:20-26-28 Kitabul Mukkadas (MBCL)

20. তাদের পূর্ব দিকের সীমানা ছিল জর্ডান নদী। এটাই ছিল বিন্যামীন-গোষ্ঠীর বিভিন্ন বংশের সম্পত্তির চারপাশের সীমানা।

21. বিন্যামীন-গোষ্ঠীর বিভিন্ন বংশের ভাগে যে গ্রাম ও শহরগুলো পড়েছিল সেগুলো হল জেরিকো, বৈৎ-হগ্লা, এমক-কশিশ,

22. বৈৎ-আরবা, সমারয়িম, বেথেল,

23. অব্বীম, পারা, অফ্রা,

24. কফর-অম্মোনী, অফ্‌নি ও গেবা। এই বারোটা শহর এবং সেগুলোর আশেপাশের সব গ্রাম তারা পেয়েছিল।

25. এছাড়া তারা গিবিয়োন, রামা, বেরোৎ,

26-28. মিসপী, কফীরা, মোৎসা, রেকম, যির্পেল, তরলা, সেলা, এলফ, যিবূষীয়দের শহর জেরুজালেম, গিবিয়া ও কিরিয়ৎ পেয়েছিল। তারা মোট চৌদ্দটা শহর এবং সেগুলোর আশেপাশের সব গ্রাম পেয়েছিল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন ইউসা 18