ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আমোস 7:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. আল্লাহ্‌ মালিক আমাকে এই দর্শন দেখালেন: দ্বিতীয় ফসলের সময় বাদশাহ্‌র ভাগের ঘাস কাটবার পরে যখন আবার ঘাস গজিয়ে উঠছিল তখন মাবুদ ঝাঁকে ঝাঁকে পংগপাল ঠিক করলেন।

2. সেগুলো যখন দেশের সবুজ গাছ-গাছড়া খেয়ে পরিষ্কার করে দিল তখন আমি মিনতি করে বললাম, “হে আল্লাহ্‌ মালিক, মাফ কর। ইয়াকুব কি করে বেঁচে থাকবে? সে তো খুবই ছোট।”

3. তখন মাবুদ মন ফিরিয়ে বললেন, “ঐ রকম ঘটবে না।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আমোস 7