ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 8:8-18 Kitabul Mukkadas (MBCL)

8. “আগেকার দিনের লোকদের জিজ্ঞাসা কর;তাঁদের পূর্বপুরুষেরা যা শিখেছিলেন তার খোঁজ নাও।

9. আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না;দুনিয়ার উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।

10. তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে;তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।

11. “জলাভূমি না হলে নল বড় হতে পারে না;পানি না পেলে খাগ্‌ড়া বেড়ে উঠতে পারে না।

12. বেড়ে উঠবার সময় যখন সেগুলো কাটা হয় না,তখন পানি না পেলে তা ঘাসের চেয়েও তাড়াতাড়ি শুকিয়ে যায়।

13. যারা আল্লাহ্‌কে ভুলে যায় তাদের দশা তা-ই হয়;আল্লাহ্‌র প্রতি ভয়হীনদের আশা ঐভাবে ধ্বংস হয়।

14. যার উপর সে ভরসা করে তা শক্ত নয়,তা মাকড়সার জাল মাত্র।

15. সে যদি তার উপর ভর দেয় তবে তা ভেংগে পড়বে,যদি সে তা আঁকড়ে ধরে তবে তা তাকে ধরে রাখতে পারবে না।

16. সে যেন সূর্যের আলোতে সতেজ একটা চারা,বাগানের সব জায়গায় তার ডালপালা ছড়িয়ে গেছে।

17. জড়ো হওয়া পাথরের চারপাশে তার শিকড়গুলো জড়িয়ে গেছে;পাথরের মধ্যে সে একটা নিরাপদ জায়গা খুঁজে পেয়েছে।

18. কিন্তু তার জায়গা থেকে যখন তাকে তুলে ফেলা হবেতখন সেই জায়গা তাকে অস্বীকার করে বলবে,‘আমি তোমাকে কখনও দেখি নি।’

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 8