ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 8:2-10 Kitabul Mukkadas (MBCL)

2. “তুমি আর কতক্ষণ এই সব কথা বলতে থাকবে?তোমার কথাগুলো ঝোড়ো বাতাসের মত।

3. আল্লাহ্‌ কি ন্যায়ের বিরুদ্ধে কাজ করেন?সর্বশক্তিমান কি ঠিক্‌কে বেঠিক করেন?

4. তোমার ছেলেমেয়েরা নিশ্চয়ই তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করেছে,সেইজন্য তিনি গুনাহের শাস্তির হাতে তাদের তুলে দিয়েছেন।

5. কিন্তু তুমি যদি আগ্রহী হয়ে আল্লাহ্‌র কাছে মুনাজাত করআর সর্বশক্তিমানের কাছে অনুরোধ জানাও,

6. যদি তুমি খাঁটি ও সৎ হয়ে থাক,তবে এখনও তিনি তোমার পক্ষে কাজ করতে আগ্রহী হবেনআর তোমার সততাপূর্ণ জায়গায় আবার তোমাকে বসাবেন।

7. তোমার ভবিষ্যৎ হবে এত সফলতায় পূর্ণ যে,মনে হবে তোমার প্রথম অবস্থা এর চেয়ে অনেক খারাপ ছিল।

8. “আগেকার দিনের লোকদের জিজ্ঞাসা কর;তাঁদের পূর্বপুরুষেরা যা শিখেছিলেন তার খোঁজ নাও।

9. আমরা তো গতকাল জন্মেছি, কিছুই জানি না;দুনিয়ার উপর আমাদের দিনগুলো ছায়ার মত চলে যায়।

10. তাঁদের কাছ থেকে তুমি শিক্ষা ও উপদেশ পাবে;তাঁরা যা জানেন তা তোমাকে বলবেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 8