ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 41:1-7 Kitabul Mukkadas (MBCL)

1. “তুমি কি বড়শীতে গেঁথে লিবিয়াথনকে টেনে আনতে পার,কিংবা দড়ি দিয়ে তার জিভ্‌ বাঁধতে পার?

2. তুমি কি তার নাকের মধ্য দিয়ে নলের দড়ি পরাতে পার,কিংবা বড়শী দিয়ে তার চোয়াল ছেঁদা করতে পার?

3. সে কি তোমার দয়া চাইবে?সে কি তোমার সংগে নরম কথা বলবে?

4. চিরজীবন তাকে তোমার গোলাম করে রাখার জন্যসে কি তোমার সংগে কোন চুক্তি করবে?

5. পাখীর সংগে যেমন খেলা করেতেমনি কি তুমি তার সংগে খেলা করবেকিংবা তোমার মেয়েদের খেলার জন্য তাঁকে বেঁধে রাখতে পারবে?

6. জেলেরা কি তার জন্য দর কষাকষি করবে?ব্যবসায়ীদের মধ্যে কি তাকে ভাগ করে দেবে?

7. তুমি কি তার চামড়া কোঁচ দিয়েকিংবা তার মাথা টেটা দিয়ে বিঁধতে পার?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 41