ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 40:11-16 Kitabul Mukkadas (MBCL)

11. তোমার ভয়ংকর গজব ঢেলে দাও;প্রত্যেক অহংকারী লোককে তোমার চাহনি দিয়ে নীচু কর।

12. সব অহংকারী লোকদের তোমার চাহনি দিয়ে নীচুতে নামাও;দুষ্টেরা যেখানে আছে সেখানেই তাদের গুঁড়া কর।

13. তাদের সবাইকে একসংগে ধুলায় ঢেকে ফেল;কবরে তাদের বেঁধে রাখ।

14. তাহলে আমি নিজেই স্বীকার করে নেব যে,তোমার নিজের শক্তি তোমাকে রক্ষা করতে পারে।

15. “বহেমোৎকে দেখ, তোমার সংগে আমি তাকেও তৈরী করেছি;সে গরুর মতই ঘাস খায়।

16. তার কোমরে কি শক্তি!তার পেটের মাংসপেশীতে কত ক্ষমতা!

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 40