ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 4:1-14 Kitabul Mukkadas (MBCL)

1. এই কথা শুনে তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

2. “কেউ যদি তোমার সংগে কথা বলেতবে কি তুমি বিরক্ত হবে?কিন্তু কে কথা না বলে চুপ করে থাকতে পারে?

3. ভেবে দেখ, কত জনকে তুমি কত উপদেশ দিয়েছএবং দুর্বল হাতকে সবল করেছ।

4. যারা জীবন্তপথে উচোট খেয়েছেতোমার কথা তাদের সাহায্য করেছে;তাদের দুর্বল হাঁটু তুমি সবল করেছ।

5. কিন্তু এখন তোমার নিজের উপর কষ্ট এসেছেআর তুমি হতাশ হয়েছ;কষ্ট তোমাকে আঘাত করেছেআর তুমি নিরাশ হয়েছ।

6. তুমি যে আল্লাহ্‌কে ভয় করতাতে কি তুমি আশ্বাস পাও না?তুমি যে নির্দোষ সেটা কি তোমার আশা নয়?

7. “এখন ভেবে দেখ, নির্দোষ হয়ে কে কবে ধ্বংস হয়েছে?সৎ লোকেরা কে কোথায় শেষ হয়েছে?

8. আমি দেখেছি যারা খারাপীর চাষ করেআর অশান্তির বীজ বোনেতারা তা-ই কাটে।

9. আল্লাহ্‌র নিঃশ্বাসে তারা ধ্বংস হয়ে যায়আর শেষ হয়ে যায় তাঁর রাগের ঝাপ্‌টায়।

10. সিংহেরা গর্জন ও গোঁ গোঁ শব্দ করে,তবুও সেই ভয়ংকর সিংহদের দাঁত ভেংগে যায়।

11. শিকার না পেলে সিংহ মরে যায়,আর সিংহীর বাচ্চাগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে।

12. “একটা কালাম আমার কাছে চুপি চুপি আসল,তার ফিস্‌ ফিস্‌ শব্দ আমার কানে গেল।

13. রাতে মানুষ যখন অঘোরে ঘুমায়তখন স্বপ্ন দেখে আমি অস্থির হলাম;

14. ভয় আর কাঁপুনি আমাকে ধরল,আমার সব হাড়গুলো কেঁপে উঠল।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 4