ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 39:26-30 Kitabul Mukkadas (MBCL)

26. “তোমার বুদ্ধিতেই কি বাজপাখী ওড়েআর দক্ষিণ দিকে যাওয়ার জন্য ডানা মেলে দেয়?

27. তোমার হুকুমেই কি ঈগল পাখী উঁচুতে ওড়েআর উঁচু জায়গায় নিজের বাসা বাঁধে?

28. সে খাড়া পাহাড়ের উপরে বাস করে,আর রাতে তার চূড়ায় থাকে;সেই চূড়াই তার কেল্লা।

29. সেখানে থেকে সে খাবারের খোঁজ করে;তার চোখ দূর থেকে তার শিকার দেখতে পায়।

30. তার বাচ্চারা পেট ভরে রক্ত খায়;যেখানে মরা থাকে সেখানে তাকে দেখা যায়।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 39