ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 39:10-21 Kitabul Mukkadas (MBCL)

10. চাষের জমিতে কি তুমি তাকে জোয়ালের দড়ি দিয়ে বাঁধতে পারবে?সে কি তোমার জন্য উপত্যকায় চাষ করবে?

11. তার ভীষণ শক্তির জন্য কি তার উপর তুমি ভরসা করবে?তোমার ভারী কাজ কি তুমি তাকে করতে দেবে?

12. সে যে তোমার ফসল ঘরে এনে খামারে জমা করবেসেই বিশ্বাস কি তুমি তার উপর করতে পারবে?

13. “উটপাখী জোরে জোরে ডানা ঝাপ্‌টায়,কিন্তু সারস পাখীর ডানা ও পালখের সংগে তার তুলনা হয় না।

14. উটপাখী মাটিতে ডিম পাড়েআর বালিতে তা গরম হতে দেয়;

15. তার মনেও থাকে না যে, তা পায়ে গুঁড়িয়ে যেতে পারেকিংবা কোন বুনো পশু তা পায়ে মাড়াতে পারে।

16. তার বাচ্চাদের সংগে সে নিষ্ঠুর ব্যবহার করে,যেন সেগুলো তার নয়;সে চিন্তাও করে না যে,তার সমস্ত পরিশ্রম বিফল হতে পারে,

17. কারণ আল্লাহ্‌ তাকে জ্ঞান দেন নিকিংবা বুঝবার শক্তিও দেন নি।

18. তবুও সে যখন পাখা ঝাপ্‌টায়তখন ঘোড়া ও তার সওয়ারকে সে হেসে উড়িয়ে দেয়।

19. “ঘোড়াকে কি তুমি শক্তি দিয়েছ?তার ঘাড়ে কি সুন্দর কেশর দিয়েছ?

20. পংগপালের মত করে তুমি কি তাকে লাফ দেওয়াতে পেরেছ?তার নাকের গর্ব-ভরা শব্দ ভীষণ ভয় জাগায়।

21. সে জোরে জোরে পা ঘষে নিজের শক্তিতে আমোদ করেআর যুদ্ধের সময় আক্রমণ করতে যায়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 39