ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 36:8-18 Kitabul Mukkadas (MBCL)

8. কিন্তু লোকেরা যদি গুনাহের জন্য শিকলে বাঁধা থাকে,বাঁধা থাকে যন্ত্রণার দড়িতে,

9. তবে তারা যা করেছে তা তিনি তাদের দেখিয়ে দেন,দেখিয়ে দেন যে, তারা গর্বের সংগে গুনাহ্‌ করেছে।

10. তিনি তাদের সংশোধনের জন্য উপদেশ দেনআর খারাপ থেকে মন ফিরাতে হুকুম দেন।

11. যদি তারা তাঁর বাধ্য হয়ে তাঁর এবাদত করে,তবে তাদের বাকী জীবন তারা সফলতায় কাটায়আর বছরগুলো কাটায় সুখে।

12. কিন্তু যদি তারা না শোনে,তবে মৃত্যুর আঘাতে তারা ধ্বংস হবেআর বুদ্ধিহীন অবস্থায় মারা যাবে।

13. “আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোকেরা রাগ পুষে রাখে;তিনি বাঁধলেও তারা সাহায্যের জন্য ডাকে না।

14. যৌবনেই তারা মারা যায়,মারা যায় মন্দিরের পুরুষ বেশ্যাদের মধ্যে।

15. কিন্তু যারা কষ্ট ভোগ করেতাদের উদ্ধার করবার জন্য তিনি সেই কষ্ট ব্যবহার করেন,আর অত্যাচারের মধ্য দিয়ে তাদের শিক্ষা দেন।

16. “কষ্টের হাত থেকে তিনি আপনাকে বের করে নিয়ে আসতে চান;তিনি আপনাকে এমন বড় জায়গায় নিয়ে যেতে চানযেখানে কোন বাধা নেই।সেখানে আপনার টেবিল ভাল ভাল খাবারে পূর্ণ থাকবে।

17. কিন্তু এখন আপনি দুষ্টদের পাওনা শাস্তি পাচ্ছেন;আপনি শাস্তি ও ন্যায়বিচার ভোগ করছেন।

18. সতর্ক থাকুন যেন আপনার রাগের দরুনআপনার ধন-সম্পদ আপনাকে ভুল পথে নিয়ে না যায়;যে বড় মাসুল আপনি দিয়েছেন তা যেন আপনাকে বিপথে না নেয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 36