ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 34:16-31 Kitabul Mukkadas (MBCL)

16. “যদি আপনাদের বুদ্ধি থাকে তবে এই কথা শুনুন;আমার কথায় কান দিন।

17. যিনি ন্যায়বিচার ঘৃণা করেন তিনি কি শাসন করতে পারেন?আপনারা কি ন্যায়বান ও ক্ষমতাশালীকে দোষ দেবেন?

18. তিনি তো বাদশাহ্‌দের বলেন, ‘তোমরা অপদার্থ,’আর প্রধান লোকদের বলেন, ‘তোমরা দুষ্ট।’

19. তিনি শাসনকর্তাদের পক্ষ নেন না,গরীবদের ফেলে ধনীদের বড় মনে করেন না,কারণ তারা সবাই তাঁরই হাতের কাজ।

20. তারা হঠাৎ মারা যায়, মারা যায় মাঝরাতে;তাদের নাড়ানো হলে তারা ধ্বংস হয়;কেউ কিছু না করলেও শক্তিমানেরা মারা যায়।

21. “মানুষের চলাফেরার উপর আল্লাহ্‌র চোখ আছে;তাদের প্রতিটি ধাপ তিনি দেখেন।

22. এমন কোন অন্ধকার জায়গা বা ঘন ছায়া নেইযেখানে খারাপ কাজ করা লোকেরা লুকাতে পারে।

23. মানুষের বিচারের জন্য আল্লাহ্‌র কোন খোঁজ নেবার দরকার নেই;

24. তদন্ত না করেই তিনি শক্তিমানদের চুরমার করেনআর তাদের জায়গায় অন্যদের বসিয়ে দেন।

25. তিনি তাদের কাজের হিসাব রাখেন বলেরাতের বেলায় তিনি তাদের ধ্বংস করে ফেলেনআর তারা চুরমার হয়ে যায়।

26. তাদের দুষ্টতার জন্য তিনি সকলের সামনে তাদের শাস্তি দেন,

27. কারণ তারা তাঁর পথে চলা বাদ দিয়েছে;তাঁর কোন হুকুমের প্রতি তাদের খেয়াল নেই।

28. তাদের অত্যাচারের দরুন গরীবের কান্না তাঁর সামনে উপস্থিত হয়;তিনি অভাবীদের কান্না শোনেন।

29. অবশ্য তিনি চুপ করে থাকলেও কেউ তাঁকে দোষী করতে পারে না;তিনি মুখ লুকালে কেউ তাঁকে দেখতে পায় না।তবুও তিনি মানুষ ও জাতির উপরে আছেন,

30. যাতে আল্লাহ্‌র প্রতি ভয়হীন লোক রাজত্ব করতে না পারেআর লোকদের ধরবার জন্য ফাঁদ পাততে না পারে।

31. “কোন লোক তো আল্লাহ্‌কে বলে নি,‘আমি শাস্তি পেয়েছি, আর অন্যায় করব না;

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 34