ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 33:10-22 Kitabul Mukkadas (MBCL)

10. তবুও আল্লাহ্‌ আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন;তিনি আমাকে তাঁর শত্রু মনে করছেন।

11. তিনি শিকল দিয়ে আমার পা বেঁধেছেন;আমার সমস্ত পথের উপর তিনি কড়া নজর রেখেছেন।’

12. “কিন্তু আমি আপনাকে বলি, এই বিষয়ে আপনার কথা ঠিক নয়,কারণ মানুষের চেয়ে আল্লাহ্‌ মহান।

13. কেন আপনি তাঁকে এই নালিশ জানাচ্ছেন যে,মানুষের কোন কথার জবাব তিনি দেন না?

14. আসলে আল্লাহ্‌ নানাভাবে কথা বলেনযদিও মানুষ তা বুঝতে পারে না।

15. স্বপ্নের মধ্যে, রাতের দর্শনের মধ্যে,বিছানায় শুয়ে যখন মানুষের ঘুম গাঢ় হয়,

16. তখন তিনি তাদের কানে কানে কথা বলেনআর সাবধানবাণী দিয়ে তাদের ভয় দেখান,

17. যেন মানুষ তার অন্যায় কাজ থেকে ফেরেআর অহংকার থেকে দূরে থাকে।

18. তিনি এইভাবে কবর থেকে তার প্রাণ,মৃত্যুর আঘাত থেকে তার জীবন রক্ষা করেন।

19. মানুষ রোগের দরুন যন্ত্রণা পেয়ে শাস্তি পায়;তার হাড়ের মধ্যে সব সময় কষ্ট হয়।

20. এতে খাবার-দাবারে তার বিরক্তি জাগে,সে সবচেয়ে ভাল খাবারও ঘৃণা করে।

21. তার শরীরের গোশ্‌ত একেবারে ক্ষয় হয়ে যায়;তখন গোশ্‌তে ঢাকা হাড়গুলো বেরিয়ে পড়ে।

22. তার প্রাণ কবরের কাছে উপস্থিত হয়,তার জীবন মৃত্যু-ফেরেশতাদের কাছাকাছি হয়।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 33