ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 31:1-17 Kitabul Mukkadas (MBCL)

1. “কামনা নিয়ে কোন যুবতী মেয়ের দিকে তাকাব না বলেআমার চোখের সংগে আমি একটা চুক্তি করেছি।

2. বেহেশতবাসী আল্লাহ্‌র কাছ থেকে মানুষ কি পায়?বেহেশতের সর্বশক্তিমানের কাছে তার পাওনাই বা কি?

3. তা কি দুষ্টদের জন্য ধ্বংস নয়?যারা খারাপ কাজ করে তাদের জন্য বিপদ নয়?

4. তিনি কি আমার চলাফেরা দেখেন না?আমার প্রতিটি ধাপ কি তিনি গোণেন না?

5. “আমি সত্যিই বলছি যে, আমি মিথ্যার মধ্যে চলাফেরা করি নি,আমার পা ছলনার পিছনে দৌড়ায় নি।

6. সঠিক দাঁড়িপাল্লায় আল্লাহ্‌ যেন আমাকে ওজন করেন,তাহলে তিনি জানতে পারবেন যে, আমি নির্দোষ।

7. যদি আমি বিপথে পা দিয়ে থাকি,আমার চোখ যদি আমার দিলকে গুনাহ্‌ করিয়ে থাকে,কিংবা আমার হাতে যদি কোন গুনাহের দাগ লেগে থাকে,

8. তবে আমি যা বুনেছি তা যেন অন্যেরা খায়,আমার শস্য যেন উপ্‌ড়ে ফেলা হয়।

9. “আমার দিল যদি কোন স্ত্রীলোকের দিকে গিয়ে থাকে,কিংবা যদি প্রতিবেশীর দরজার কাছে আমি ওৎ পেতে থাকি,

10. তবে আমার স্ত্রী যেন অন্য লোকের জাঁতা ঘুরায়,আর অন্য লোক যেন তার সংগে শোয়।

11. আমার পক্ষে তা হবে একটা জঘন্য কাজ,বিচারকদের দ্বারা শাস্তি পাওয়ার মত গুনাহ্‌।

12. সেই গুনাহ্‌ এমন আগুনের মত যা কবর পর্যন্ত জ্বলছে,তা আমার সব কিছু পুড়িয়ে ফেলতে পারে।

13. “আমার গোলাম ও বান্দীরা আমার বিরুদ্ধে কোন নালিশ জানালেযদি আমি তার বিচার করতে রাজী না হয়ে থাকি,

14. তবে আল্লাহ্‌ যখন আমার মুখোমুখি হবেনতখন আমি কি করব?আমি তাঁকে কি কৈফিয়ৎ দেব?

15. যিনি আমাকে গর্ভের মধ্যে তৈরী করেছেন,তিনি কি তাদেরও তৈরী করেন নি?একই জন কি মায়ের গর্ভে আমাদের গড়েন নি?

16. “আমি যদি গরীবদের অভাব না মিটিয়ে থাকি,কিংবা বিধবাদের নিরাশ করে থাকি,

17. যদি আমার খাবার আমি এতিমদের না দিয়ে একা খেয়ে থাকি-

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 31