ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 30:23-28 Kitabul Mukkadas (MBCL)

23. আমি জানি তুমি আমাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছ,সমস্ত জীবিত লোকদের জন্য ঠিক করা জায়গায় নিয়ে যাচ্ছ।

24. “যে পড়ে গেছে আর কষ্টের মধ্যে সাহায্যের জন্য কান্নাকাটি করছেতাকে কি কেউ আঘাত করে?

25. যারা কষ্টে পড়েছে তাদের জন্য কি আমি কাঁদি নি?গরীবদের জন্য কি আমি প্রাণে ব্যথা পাই নি?

26. কিন্তু যখন আমি উপকারের আশা করলাম তখন অপকার ঘটল;যখন আলোর অপেক্ষা করলাম তখন অন্ধকার হল।

27. আমার ভিতরটা তোলপাড় করছে, থামছে না;যন্ত্রণার দিন আমার সামনে উপস্থিত হয়েছে।

28. আমি রোদহীন দিনের মত কালো মুখে ঘুরে বেড়াচ্ছি;আমি সভার মধ্যে উঠে দাঁড়িয়ে সাহায্য চাই।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 30