ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 29:12-22 Kitabul Mukkadas (MBCL)

12. কারণ সাহায্যের জন্য যে গরীবেরা কাঁদতআর যে এতিমদের সাহায্যকারী কেউ ছিল না,তাদের আমি রক্ষা করতাম।

13. মরে যাচ্ছে এমন লোকও আমার প্রশংসা করত;বিধবার অন্তরে আমি আনন্দের গান জাগাতাম।

14. সততা আমি কাপড়ের মত পরতাম,আর সততা আমাকে তার বশে রাখত;

15. আমি ছিলাম অন্ধদের চোখ আর খোঁড়াদের পা।

16. আমি অভাবীদের আব্বার মত ছিলাম,আর অচেনাদের পক্ষে আমি তাদের বিচারের ভার নিতাম।

17. আমি দুষ্টদের চোয়াল ভেংগে দিতামআর তাদের মুখ থেকে শিকার কেড়ে নিতাম।

18. “আমি ভাবতাম আমার আপন লোকদের মধ্যে আমি মারা যাব,বালুকণার মতই আমার দিনগুলো অসংখ্য হবে;

19. ভাবতাম আমার শিকড় পানিতে গিয়ে পৌঁছাবে,আমার ডালপালার উপরে সারা রাত ধরে শিশির পড়বে;

20. ভাবতাম লোকদের কাছে আমার সম্মান ম্লান হবে না,আমার যৌবন্তশক্তি সব সময় নতুন থাকবে।

21. “লোকে আমার কথা শুনবার জন্য অপেক্ষা করত,আমার পরামর্শের জন্য নীরব থাকত।

22. আমার কথার পরে তারা আর কথা বলত না;আমি তাদের কাছে নরমভাবে কথা বলতাম।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 29