ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 26:1-9 Kitabul Mukkadas (MBCL)

1. তখন জবাবে আইয়ুব বললেন,

2. “তুমি শক্তিহীনকে এ কেমন সাহায্য করলেআর দুর্বলকে এ কেমন রক্ষা করলে?

3. জ্ঞানহীনকে এ কেমন পরামর্শ দিলেআর মহাজ্ঞান প্রকাশ করলে?

4. তুমি কার সাহায্যে এই সব কথা বলছ?কার কথা তোমার মুখ থেকে বের হয়ে এসেছে?

5. “মৃত লোকেরা ভয়ে ভীষণ কাঁপছে;তারা কাঁপছে পানির নীচে আর পানিতে বাসকারীদের নীচে।

6. আল্লাহ্‌র সামনে কবর ঢাকা নেই;ধ্বংসের স্থান খোলাই রয়েছে।

7. তিনি শূন্যে উত্তরের আসমান বিছিয়ে দিয়েছেন;শূন্যের মধ্যে দুনিয়াকে ঝুলিয়ে রেখেছেন।

8. তাঁর মেঘের মধ্যে তিনি পানি আট্‌কে রাখেন,কিন্তু তার ভারে মেঘ ফেটে যায় না।

9. তিনি পূর্ণিমার চাঁদের মুখ ঢেকে দেন,তার উপরে তাঁর মেঘ বিছিয়ে দেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 26