ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 22:1-13 Kitabul Mukkadas (MBCL)

1. তখন তৈমনীয় ইলীফস জবাবে বললেন,

2. “মানুষ কি আল্লাহ্‌র উপকার করতে পারে?এমন কি, জ্ঞানী লোক তা করতে পারে?

3. তুমি সৎ হলে কি সর্বশক্তিমান সুখী হবেন?তুমি নির্দোষ হলে কি তাঁর লাভ হবে?

4. আল্লাহ্‌-ভয়ের জন্য কি তিনি তোমাকে বকুনি দিচ্ছেন?সেইজন্য কি তিনি তোমার বিরুদ্ধে বিচার বসিয়েছেন?

5. তোমার খারাপী কি অনেক নয়?তোমার গুনাহেরও তো সীমা নেই।

6. তুমি অকারণে তোমার ভাইদের কাছ থেকে বন্ধক নিতে;তুমি লোকদের কাপড় খুলে নিয়ে তাদের উলংগ রাখতে।

7. তুমি ক্লান্তদের পানি খেতে দিতে না;ক্ষুধার্তদের খাবার দিতে না।

8. কেবল শক্তিশালী লোকদেরই জমাজমি আছে,কেবল সম্মানিত লোকেরাই সেখানে বাস করে;

9. তবুও তুমি বিধবাদের খালি হাতে বিদায় করতেআর এতিমদের অধিকার কেড়ে নিতে।

10. সেজন্যই তোমার চারপাশে ফাঁদ পাতা রয়েছে,হঠাৎ বিপদ এসে তোমাকে ভয় দেখাচ্ছে,

11. এত অন্ধকার হয়েছে যে, তুমি দেখতে পাচ্ছ না,আর বন্যার পানি তোমাকে ঢেকে ফেলেছে।

12. “বেহেশতের উঁচু জায়গায় কি আল্লাহ্‌ থাকেন না?দেখ, তারাগুলো কত উঁচুতে আছে!

13. তবুও তুমি বলছ, ‘আল্লাহ্‌ কি জানেন?এই অন্ধকারের মধ্যে আল্লাহ্‌ কি করে বিচার করবেন?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 22