ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 21:5-21 Kitabul Mukkadas (MBCL)

5. আমার দিকে তাকিয়ে তোমরা অবাক হও;তোমাদের মুখে হাত চাপা দাও।

6. এই সব কথা ভাবলে আমি ভয় পাই;আমার শরীরে কাঁপুনি ধরে যায়।

7. দুষ্টেরা কেন বেঁচে থাকে আর কেনই বা বুড়ো হয়?কেন তাদের শক্তি বেড়ে যায়?

8. তাদের চারপাশে থাকে তাদের সন্তানেরা,আর তাদের চোখের সামনে থাকে তাদের নাতি-নাতনীরা।

9. তাদের বাড়ী নিরাপদ ও ভয়শূন্য থাকে;আল্লাহ্‌র শাস্তি তাদের উপর থাকে না।

10. তাদের ষাঁড়গুলো মিলিত হলে তা কখনও বিফল হয় না;তাদের গাভীগুলো বাচ্চা দেয়, তাদের গর্ভ নষ্ট হয় না।

11. ভেড়ার পালের মত তাদের ছেলেমেয়েদের তারা বাইরে পাঠায়;তারা ভেড়ার বাচ্চার মত নেচে নেচে বেড়ায়।

12. তারা খঞ্জনি ও সুরবাহার বাজিয়ে গান করে;বাঁশীর সুর শুনে আনন্দ করে।

13. তারা সফলতার সংগে তাদের দিন কাটায়আর শান্তিতেই কবরে নেমে যায়।

14. তবুও তারা আল্লাহ্‌কে বলে, ‘আমাদের কাছ থেকে তুমি দূর হও;তোমার পথ জানবার ইচ্ছা আমাদের মোটেই নেই।

15. সেই সর্বশক্তিমান কে যে, আমরা তার এবাদত করব?তার কাছে মুনাজাত করলে আমাদের কি লাভ হবে?’

16. কিন্তু তাদের সফলতা তো তাদের নিজেদের হাতে নয়,তাই আমি দুষ্টদের পরামর্শ থেকে দূরে থাকি।

17. “আসলে কি দুষ্টদের বাতি নিভে যায়?কতবারই বা তাদের উপর বিপদ আসে?কতবার আল্লাহ্‌ রাগে তাদের শাস্তি দেন?

18. কতবার তারা বাতাসের মুখে খড়ের মত হয়আর ঝড়ের মুখে উড়ে যাওয়া তুষের মত হয়?

19. লোকে বলে, ‘একজন লোকের শাস্তি আল্লাহ্‌ তার সন্তানদের জন্যজমা করে রাখেন।’কিন্তু আল্লাহ্‌ যেন সেই লোককেই শাস্তি দেনযাতে সে তার দোষ বুঝতে পারে।

20. সে নিজের চোখেই নিজের ধ্বংস দেখুক;সে সর্বশক্তিমানের গজব পান করুক।

21. তার আয়ু যখন শেষ হয়ে যাবেতখন কি সে তার ফেলে যাওয়া পরিবারের জন্য ভাববে?

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 21