ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 21:23-34 Kitabul Mukkadas (MBCL)

23. কেউ পরিপূর্ণ শক্তি, শান্তি ও আরামে থেকে মারা যায়;

24. তার শরীর পুষ্ট হয় ও হাড়ে যথেষ্ট মজ্জা থাকে।

25. আবার কেউ কখনও ভাল কিছু ভোগ না করেতেতো প্রাণ নিয়ে মারা যায়।

26. তারা একই ভাবে মাটিতে শুয়ে থাকে;পোকা তাদের দু’জনকেই ঢেকে ফেলে।

27. “তোমরা যা ভাবছ তা আমি ভাল করেই জানি;আমার বিরুদ্ধে তোমাদের সব মতলব আমার জানা আছে।

28. তোমরা বলছ, ‘এখন কোথায় গেল সেই বড় লোকের বাড়ী?কোথায় গেল সেই দুষ্ট লোকের তাম্বু?’

29. তোমরা কি কখনও যাত্রীদের এই বিষয়ে জিজ্ঞাসা করেছ?তোমরা কি তাদের এই কথার কোন দামই দেবে না যে,

30. দুষ্ট লোক বিপদের দিনে রেহাই পায়আর রাগের দিনে রক্ষা পায়?

31. তার স্বভাবের কথা কে তার মুখের উপর বলবে?সে যা করেছে তার ফল কে তাকে দেবে?

32-33. যখন তাকে কবরে বয়ে নেওয়া হবেতখন সমস্ত লোক তার পিছনে চলবে,আর অসংখ্য লোকের ভিড় তার আগে আগে যাবে।তার কবরটা পাহারা দেওয়া হবে;উপত্যকার মাটিও তাকে কোন কষ্ট দেবে না।

34. কাজেই তোমাদের এই অর্থহীন কথা দিয়েকেমন করে তোমরা আমাকে সান্ত্বনা দিতে পারবে?তোমাদের জবাবে মিথ্যা ছাড়া তো আর কিছুই নেই।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 21