ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 20:5-16 Kitabul Mukkadas (MBCL)

5. দুষ্টদের আমোদ-প্রমোদ অল্পক্ষণ স্থায়ী।আল্লাহ্‌র প্রতি ভয়হীনের আনন্দ কেবল এক মুহূর্তের জন্য থাকে;

6. তার সম্মান যদিও আকাশ পর্যন্ত পৌঁছায়আর মাথা আসমান ছোঁয়,

7. তবুও সে নিজের পায়খানার মত চিরকালের জন্য ধ্বংস হয়ে যাবে।যারা তাকে দেখেছে তারা বলবে, ‘কোথায় গেল সে?’

8. স্বপ্নের মত সে মিলিয়ে যাবে, তাকে আর পাওয়া যাবে না;রাতের দর্শনের মত সে অদৃশ্য হয়ে যাবে।

9. যারা তাকে দেখত তারা আর তাকে দেখবে না;তার বাসস্থানও আর তাকে দেখবে না।

10. গরীবদের ক্ষতিপূরণ তার ছেলেমেয়েদেরই করতে হবে;তাকে নিজের হাতে তার ধন-সম্পদ ফিরিয়ে দিতে হবে।

11. যৌবনের শক্তিতে পরিপূর্ণ তার হাড়গুলোতার সংগে ধুলায় শুয়ে থাকবে।

12. “খারাপ যদিও তার মুখে মিষ্টি লাগেআর সে জিভের নীচে তা লুকিয়ে রাখে,

13. যদিও সে তা ত্যাগ করতে না চেয়েমুখের মধ্যে রেখে দেয়,

14. তবুও সেই খাবার তার পেটে গিয়ে টক হয়ে যাবে;তার মধ্যে তা সাপের বিষের মত হবে।

15. যে ধন-সম্পদ সে গিলেছিল তা সে বমি করে ফেলে দেবে;আল্লাহ্‌ তার পেট থেকে তা বের করে ফেলবেন।

16. সে সাপের বিষ চুষবে;সাপ তাঁর বিষাক্ত কামড়ে তাকে মেরে ফেলবে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 20