ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 19:1-8 Kitabul Mukkadas (MBCL)

1. তখন জবাবে আইয়ুব বললেন,

2. “তোমরা আর কতক্ষণ আমার মনে কষ্ট দেবেআর কথার আঘাতে আমাকে চুরমার করবে?

3. তোমরা অনেকবার আমাকে অপমান করেছ;লজ্জাহীনভাবে তোমরা আমার সংগে নিষ্ঠুর ব্যবহার করেছ।

4. যদি সত্যিই আমি বিপথে গিয়ে থাকি,তবে তার ফল তো আমার একারই পাওনা।

5. যদি সত্যিই তোমরা আমার উপরে নিজেদের উঁচু করতে চাও,আমার এই নীচু অবস্থা নিয়ে আমার দোষ প্রমাণ করতে চাও,

6. তাহলে জেনো যে, আল্লাহ্‌ আমার প্রতি অন্যায় করেছেন;নিজের জালে তিনিই আমাকে ঘিরেছেন।

7. “আমার প্রতি অন্যায় করা হয়েছে বলে চিৎকার করলেওআমি কোন জবাব পাই না;কান্নাকাটি করলেও কোন বিচার পাই না।

8. তিনি আমার পথে বেড়া দিয়েছেন বলে আমি পার হতে পারছি না;আমার সব পথ তিনি অন্ধকারে ঢেকে দিয়েছেন।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 19