ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 18:8-12 Kitabul Mukkadas (MBCL)

8. তার পা-ই তাকে জালের মধ্যে ঠেলে ফেলবে;সে সেই জালের মধ্যে পা দেবে।

9. তার পায়ের গোড়ালী ফাঁদে পড়বে,আর ফাঁদ তাকে আটকে রাখবে।

10. তার জন্য মাটিতে ফাঁস লুকানো থাকবে;তার পথে ফাঁদ পাতা থাকবে।

11. ভয় তার চারপাশে থাকবে;তার প্রতিটি ধাপে তা তার পিছু নেবে।

12. বিপদ তার জন্য হা করে আছে;সে পড়ে গেলেই ধ্বংস তার জন্য প্রস্তুত হয়ে আছে।

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 18