ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 17:11-16 Kitabul Mukkadas (MBCL)

11. আমার আয়ু প্রায় শেষ হয়েছে,আমার সব পরিকল্পনা বিফল হয়েছে,আমার দিলের ইচ্ছাগুলোও নষ্ট হয়ে গেছে।

12. এই লোকেরা রাতকে দিন বানায়আর অন্ধকারের মধ্যে বলে, ‘আলো আসছে’।

13. যদি আমার ঘর হিসাবে আমি কবরকে আশা করি,অন্ধকারের মধ্যে যদি আমার বিছানা পাতি,

14. কবরকে যদি বলি, ‘তুমি আমার বাবা,’আর পোকাকে বলি, ‘আমার মা’ কিংবা ‘আমার বোন,’

15. তাহলে আমার আশা কোথায়?আর আমার আশার পূর্ণতা কে দেখতে পাবে?

16. সেই আশা কবরের দুয়ার পর্যন্ত নেমে যাবে না;আমার সংগে তা ধুলায় মিশে যাবে না।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 17