ওল্ড টেস্টামেন্ট

নববিধান

আইয়ুব 14:16-22 Kitabul Mukkadas (MBCL)

16. তখন তুমি আমার পায়ের ধাপ গুণবেকিন্তু আমার গুনাহের দিকে লক্ষ্য রাখবে না।

17. তখন তুমি একটা থলির মধ্যে আমার দোষগুলো সীলমোহর করে রাখবেআর আমার গুনাহ্‌ সব ঢেকে দেবে।

18. “কিন্তু পাহাড় যেমন আস্তে আস্তে ক্ষয়ে গিয়ে ভেংগে পড়ে,পাথর যেমন তার নিজের জায়গা থেকে সরে যায়,

19. পানি যেমন পাথরকে ক্ষয় করেআর পানির স্রোত মাটি ধুয়ে নিয়ে যায়,তেমনি করে তুমি মানুষের আশাকে ধ্বংস কর।

20. তুমি চিরকালের জন্য তাকে দমন কর, আর সে চলে যায়;তার চেহারা বদলে দিয়ে তুমি তাকে দূর করে দাও।

21. তার ছেলেরা সম্মানিত হলে সে জানতে পারে না;তারা অসম্মানিত হলেও সে তা দেখতে পায় না।

22. সে কেবল তার শরীরের যন্ত্রণা বুঝতে পারেআর নিজের জন্যই শোক করে।”

সম্পূর্ণ অধ্যায় পড়ুন আইয়ুব 14